উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৬৪ জেলায় “চিরায়ত বাংলা নাটক” প্রযোজনা নির্মাণ ও মঞ্চায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এর প্রেক্ষিতে জেলা শিল্পকলা একাডেমি, লক্ষ্মীপুর এর ব্যবস্থাপনায় “চিরায়ত বাংলা নাটক” প্রযোজনা নির্মাণ এবং মঞ্চায়নের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক লক্ষ্মীপুর জেলার জন্য নাটক ‘দণ্ডধর’ এবং নির্দেশক অভিজিৎ সেন গুপ্ত-কে নির্বাচিত করা হয়েছে। চিরায়ত বাংলা নাটকে অংশগ্রহণ করতে আগ্রহী নাট্যকর্মী ও সংগীত, নৃত্য , আবৃত্তিসহ বিভিন্ন শিল্পের সাথে যুক্ত শিল্পীদের জেলা শিল্পকলা একাডেমি, লক্ষ্মীপুরের ওয়েব সাইট https://shilpakala.lakshmipur.gov.bd থেকে আবেদন ফরম ডাউনলোডের পর পূরণ করে monirdco@gmail.com মেইলে প্রেরণ করে বা ওয়েবসাইট থেকে গুগল ফরম লিংকে (https://forms.gle/zUs1iKEtTXKgi8D76) পূরণ করে অথবা সরাসরি জেলা শিল্পকলা একাডেমি, লক্ষ্মীপুর এসে অফিস চলাকালীন সময়ে আগামী ১৬ অক্টোবর, ২০২৩ খি. এর মধ্যে ফরম সংগ্রহ করে জমাদান করার জন্য অনুরোধ করা হল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস